গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার
দরবস্ত ইউনিয়নের অভিরামপুর এলাকার রংপুর-বগুড়া মহাসড়কে গত বুধবার রাতে
মাইক্রোবাস উল্টে গিয়ে ২ পথচারী নিহত এবং মাইক্রোবাসে থাকা ৭ যাত্রী
আহত হয়েছেন। নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের
অভিরামপুর গ্রামের মুন্সিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে জেলাল হোসেন
(৬৫) ও পলাশবাড়ী উপজেলার দুবলাগাড়ি গ্রামের মৃত বাচ্চা মিয়ার স্ত্রী সেজেকা
বেগম (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ১২ জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি ঢাকা থেকে
কুড়িগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। রাত সাড়ে ১১টায় উপজেলার অভিরামপুর এলাকায়
পৌঁছার পর ড্রাইভার নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি মহাসড়কের পাশে উল্টে
যায়। এ সময় ওই রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় মাইক্রোবাসের নিচে চাপা পড়ে
ওই ২ পথচারি ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি
উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়।