ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের বিভিন্ন বাজারগুলোতে এখন আসতে শুরু করেছে পর্যাপ্ত ইলিশ
মাছ। প্রতিদিনই বরিশাল, ভোলা, কোয়াকাটা সহ বিভিন্ন স্থান থেকে
আসছে ইলিশ মাছ। সরবরাহ বেশী থাকায় আগের তুলনায় এখন দামও কম।
ঝিনাইদহ নতুন হাটখোলার সাধারন সম্পাদক ও আড়ৎদার সাইফুল ইসলাম
জানান, এখন প্রতিদিনই বাজারে ২ শ’ থেকে ৩ শ’ মন ইলিশ আসছে।
ইলিশের দামও ভাল।
৫শ’ থেকে ৬শ গ্রামের ইলিশ কেজি প্রতি পাইকারী বিক্রি হচ্ছে ৪০০
থেকে ৪৫০ টাকা।
৭ শ’ থেকে ৯ শ’ গ্রামের ইলিশ কেজি প্রতি পাইকারী বিক্রি করা হচ্ছে ৬
শ’ থেকে সাড়ে ৬ শ’ টাকার দরে।
গেল কয়েক বছরের তুলনায় এবার ইলিশের সরবরাহ অনেক বেশী। মাঝারি
সাইজের ইলিশের চাহিদা বেশী।