নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার
সুন্দরগঞ্জ সাব- রেজিস্ট্রী অফিসের ৪৮ নকলনবীশ গত ১০ মাস ধরে পরিশ্রমের
টাকা না পেয়ে চরম দুর্দিন কাঁটছেন।
বৃহস্পতিবার বিকালে একটি কক্ষে উক্ত অফিসের নকল এ্যাসোসিয়েশনের
সভাপতি জাহেদুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ্য করেন ২০১৫
সালের নভেম্বর মাস থেকে এ পর্যন্ত গত ১০ মাসের কোন প্রকার পরিশ্রমের
টাকা পাননি তারা। এমনকি, পবিত্র ঈদুল আযাহা উপলক্ষ্যে সকল সরকারি-
বেসরকারি, এনজিও কর্মী পর্যন্ত বেতন-বোনাস উত্তোলণ করেছেন। অথচ নকল
নবীশগণ পরিশ্রমের অর্থ না পাওয়ায় দীর্ঘদিন ধরে চরম দুর্দিনে জীবন-যাপন
করছেন। এমনকি ঈদ আনন্দ থেকেও বঞ্চিত হচ্ছেন। বিগত ঈদুল ফিতরে পূর্বে
মাননীয় প্রধানমন্ত্রী নকলনবীশগণের চাকুরী জাতীয় করণের আশ্বস্ত করলেও তা
আদৌ সন্দিহান। এব্যাপারে সাব-রেজিস্ট্রার আব্দুর রশিদ মন্ডলের সাথে কথা হলে
তিনি বলেন- বরাদ্দ না আসায় ৪৮ নকলনবীশগণকে পরিশ্রমের টাকা দেয়া সম্ভব
হয়নি।