সোহেল রানা,(হিলি) দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি
সীমান্তের হাসপাতাল মোড় থেকে আজ শুক্রবার(০৯ সেপ্টেম্বর) বিকালে ১৭০০ পিচ
ইয়াবাসহ দুই যুবককে আটক করে হাকিমপুর থানা পুলিশ।আটককৃতরা হলেন,উপজেলার
বৈগ্রামের মো:সিরাজ উদ্দিনের ছেলে মাসুদ রানা(২৬) এবং ভোলা জেলার লালমহন
উপজেলার সাতনী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো:মোতাহার হোসেন(২৫) কে
পুলিশ আটক করে।থানা পুলিশ থেকে জানা যায়,আজ বিকালে দুইজনকে হাসপাতাল মোড়ে
ঘোরাঘুরি দেখে তাদেরকে সন্দেহ মূলক আটক করে এস আই সিফাত।তারপর তাদেরকে
সার্চ করে ঔ ১৭০০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানান উদ্ধারকৃত ইয়াবার
আনুমানিক মূল্য ৬ লক্ষ ৮০হাজার টাকা।এ ব্যাপারে হাকিমপুর থানায় মাদক
দ্রব্য আইনে মামলা করা হয়।