সোহেল রানা,(হিলি) প্রতিনিধি:পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে দিনাজপুরের হিলি
স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানী-রফতানি বন্ধ থাকবে। আগামীকাল
(১১সেপ্টেম্বর) রবিবার থেকে (১৬সেপ্টেম্বর) শুক্রবার পযর্ন্ত
আমদানী-রফতানি ও বানিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ১৭
সেপ্টেম্বর শনিবার থেকে বন্দরের সকল কার্যক্রম আবার চালু হবে। বাংলাহিলি
কাস্টমস সিঅ্যান্ডফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম
জানান,আগামী ১৩ সেপ্টেম্বর ঈদুল আযাহা উদর্যাপিত হবে। এজন্য আগামিকাল
রবিবার থেকে শুক্রবার পযর্ন্ত ৬ দিন হিলি স্থলবন্দর শুল্কস্টেশনের মধ্যে
দিয়ে আমদানী-রফতানি বন্ধ থাকবে। তবে আজ শনিবার বি/ই এর অনুকুলে বন্দর
দিয়ে আমদানী করা পন্য আমদানীকারকেরা কোন কারনে বন্দর থেকে ডেলিভারি নিতে
না পারলে সেক্ষেত্রে আগামিকাল রবিবার বন্দরের ভিতর থেকে ঔ সব পন্য
ডেলিভারী দেওয়া হবে। হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভার-প্রাপ্ত কর্মকতা
(ওসি) মো:রফিকুজ্জামান জানান,এই বন্দর দিয়ে আমদানী-রফতানি বন্ধ থাকলেও
পাসপোর্টধারী যাত্রীদের পারাপারের সুবির্ধাতে আমাদের কার্যক্রম সর্বাক্ষন
চালু থাকবে।