ইমরান হোসাইন, পাথরঘাটা, (বরগুনা) প্রতিনিধি:
দেশকে পরিবেশ বিপর্যয় থেকে রক্ষায় পলিথিন বিরোধী অভিজান থাকলে ও বরগুনার পাথরঘাটার সব বাজার গুলোতে পাওয়া যাচ্ছে নিষিদ্ধ পলিথিন। সব ধরনের ব্যাবসা প্রতিষ্ঠানে পন্য সামগ্রীর সাথে পলথিনের ব্যাগ ফ্রি দেয়া হচ্ছে। ফলে আবর্জনা ছরিয়ে নষ্ট হচ্ছে পরিবেশ। বন্ধ হচ্ছে ড্রেনের মুখ। খুব সহজে পরিবহন করতে পরায়, দামে খুব সস্তা থাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর ব্যাবহার। পলিথিন শপিং ব্যাগের ক্ষতিকারক বিষয় বিবেচনা করে ২০০২ সালের ৮ এপ্রিল সরকারি সিদ্ধান্তে সব ধরনের পলিথিন উৎপাদন, আমদানি, বাজারজাতকরন, বিক্রির জন্য প্রদর্শন, মজুদ, বিতারন বানিজ্যিক উদেশ্যে পরিবহন ও ব্যাবহার সম্পর্ন নিশিদ্ধ ঘোষনা করা হয়। এই প্রঙ্ঘাপন জারির পর কিছু দিন পলিথিন, শপিং ব্যাবহার বন্ধ ছিল। কিন্তুু এই প্রঙ্ঘাপনের মাধ্যমে আইন বাস্তবায়নে কার্যকারি কোন পদক্ষেপ পরিলক্ষিত না হওয়ায় দেশের অন্য অন্য স্থানের মত পাথরঘাটা উপজেলায় সর্বত্র পলিথিন ব্যগের ব্যাবহার শুরু হয়ছে।