সোয়াইব -আড়াইহাজার প্রতিনিধিঃ ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ আর এই ঈদকেই স্মৃতি আকারে ধরে রাখতে প্রতি বছরের মতো এ বছরে আয়োজন আড়াইহাজার হাইজাদি ইউনিয়ন ধন্দি নামি দামি ভুইয়া বংশের ছোট বড় খাসি ট্রফি ফুটবল টুর্নামেন্ট। এখানে যেমন দর্শকের উপস্থিতি ভরপুর ছিলো , তেমন উপস্থিতি ছিলেন হাইজাদি ইউনিয়ন ৬ নং ওয়ার্ড মেম্বার মো: ইলিয়াস সরকার।ছিলেন বিশিষ্ট শিল্পপতি মো: এখলাস উদ্দিন ভুইয়া লিটন সাহেব। ছিলেন ৬ নং ওয়ার্ড যুবলিগসভাপতি কাইয়ুম ভুইয়া। তাদের এ খেলায় হার জিত বড় কথা নয় খলা পরিত্যাক্ত ঘোষনার পর খাশি জবাই করে খাবারের আয়োজন করবে ইদের আনন্দ ভাগ করে নিবে এটাই মুল লক্ষ। আর বংশের সবার সাথে ইদ আনন্দ সবার মাজে ছরিয়ে দিতে এ আয়োজন করে ফুটবল খাশি ট্রফি। তাছাড়া সবার বড় কথা হলো আসেপাশে আন্যান্ন এলাকায় ভুইয়া বংশের খেলোয়াররা খেলা খেলে থাকেন জয় ছিনিয়ে আনেন।