মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের লালপুরের বিলমাড়ীয়ার নৌকা ডুবির ঘটনায় নিহতদের পরিবারের
মাঝে উপজেলা প্রশাসন ও ত্রান অধিদপ্তর কর্তৃক প্রদত্ত আর্থিক সহায়তার
চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থেকে নৌকা ডুবিতে নিহত ৫ জনের প্রত্যেকের
পরিবারের হাতে উপজেলা প্রশাসন কর্তৃক ২ হাজার ও ত্রান অধিদপ্তর কর্তৃক ২০
হাজার টাকার সহায়তা চেক তুলে দেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)
আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ।
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন
উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
আবু ওবায়েদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতার হোসেন ঝুলফু,
সাধারণ সম্পাদক ইসাহাক আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী
সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য
২৩ আগষ্ট সকালে লালপুর উপজেলার বিলমাড়ীয়া বাজার সংলগ্ন পদ্মা নদীতে
নৌকা ডুবির ঘটনায় ৫ জনের লাশ উদ্ধার করা হয়।