সোহেল রানা,(হিলি) দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের
হাকিমপুর,ঘোড়াঘাট,বিরামপুর,নবা
অনুষ্ঠিত এসএসসি পরিক্ষায় জিপিএ_৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পড়ালেখায়
উৎসাহ যোগাতে সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ১১টায়
বিরামপুর ডিগ্রি কলেজ অডিটরিয়াম হলরুমে দিনাজপুর দক্ষিনান্চল উন্নয়ন
ফোরামের আয়োজনে সংগঠনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ আলী খানের
সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর -৬ আসনের
সংসদ সদস্য জনাব শিবলী সাদিক। বিশেষ অথিতি ছিলেন,বঙ্গবন্ধু মেডিকেল
কলেজের সাবেক ভিসি ডা:নজরুল ইসলাম,বিরামপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ
মো:ফরহাদ সরকার,বিরামপুর পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার,হাকিমপুর পৌর
মেয়র মো:জামিল হোসেন চলন্ত,বিরামপুর থানার অফিসার ইনচার্জ মো:মোখলেছুর
রহমান সহ ৪ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/শিক্ষক।
২০১৫-১৬ শিক্ষা বর্ষে এবার এই চার উপজেলা থেকে ৩২জন ছাত্রছাত্রী এসএসসি
পরিক্ষায় জিপিএ-৫ পেয়েছে।