গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ গাইবান্ধা পলাশবাড়ী উপজেলায়
ঢাকা থেকে ছেড়ে আসা একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে
গেলে দুখু মিয়া (২৭) ও মোর্শেদা বেগম (২৩) নামে দুইজন নিহত ও
শিশুসহ আরও ১৭ জন যাত্রী আহত হয়েছে। গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের
পলাশবাড়ী উপজেলার ডাকঘর এলাকায় সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুখু মিয়া ফুলছড়ি উপজেলার আহম্মেদ আলীর ছেলে ও মোর্শেদা
বেগম সদর উপজেলার খামারপাড়া গ্রামের রুবেল মিয়ার স্ত্রী। স্থানীয়রা জানায়,
ঢাকা থেকে একটি রিজার্ভ নৈশকোচ নিয়ে ৫০-৬০ জন যাত্রী গাইবান্ধায়
আসছিল। সোমবার ভোররাতে কোচটি ওই এলাকায় পৌঁছলে হঠাৎ চালক
নিয়ন্ত্রণ হারালে কোচটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই
মোর্শেদা ও হাসপাতালে নেয়ার পথে দুখু মিয়ার মারা যায়।