ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির রাজাপুরে ডাকাতির সাথে
জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা
হল- উপজেলার সাতুরিয়া গ্রামের মকবুল হাওলাদারের ছেলে মো:
আলতাফ হোসেন, দক্ষিন তারাবুনিয়া গ্রামের সৈয়দ হেমায়েত
হোসেন ছেলে সৈয়দ রিপন ও ডহরশংকর গ্রামের আব্দুল হাতেম
বেপারির ছেলে নান্নু মিয়া। বুধবার তাদের গ্রেফতার করে
বৃহস্পতিবার ঝালকাঠি বিচারিক আদালতের মাধ্যমে ৩ দিনের
রিমান্ড আনে পুলিশ। গত ১০ সেপ্টেম্বর রাজাপুর উপজেলার ফুলুহার
গ্রামে ডাকাতির ঘটনায় মামলা হলে পুলিশ এদের জড়িত থাকার
অভিযোগে গ্রেফতার করে।