ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির রাজাপুর অডিটোরিয়ামে
বৃহস্পতিবার রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রি-ইউনিয়ন
ফেস্ট ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। বন্ধুত্বের বন্ধন অটুট রেখে চলো
এগিয়ে যাই আগামীর পথে শ্লোগানে রাজাপুর পাইলট উচ্চ
বিদ্যালয়ের ২০০২ ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ
মনিরউজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু,
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ও
রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গিয়াস, সদর ইউপি চেয়ারম্যান
আনোয়ার হোসেন মজবর প্রমুখ। এছাড়া রাজাপুর সাংবাদিক
ক্লাবের প্রতিষ্ঠাতা রহিম রেজাসহ সাংবাদিকরা ও বিভিন্ন
শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠান উপভোগ করেন। ২০০২ ব্যাচের সকল
বন্ধুরা মহলের সার্বিক তত্ত্বাবধানে আড্ডা, স্মৃতিচারণ, কবিতা
আবৃত্তি, বিভিন্ন শিল্পীর গান ও মনোজ্ঞ নৃত্য পরিবেশন করা হয়।
শুভেচ্ছা বক্তব্য রাখেন রি-ইউনিয়ন ফেস্ট্#৩৯;১৬ উদযাপন পর্ষদের আহবায়ক
মোঃ মাহমুদুল হাসান এবং সঞ্চালনায় ছিলেন শফিকুল ইসলাম
আজাদ, আঃ বারেক হাওলাদার ও মোঃ শাহাজাদা।