সাইফুল ইসলাম তালুকদার,হবিগঞ্জ থেকেঃ
হবিগঞ্জের চুনারুঘাটে অন্তস্বত্বা গৃহবধূ তাহেরা খাতুন (২৪) কে স্বামী রাসেল মিয়া (২৮) ও তার শাশুরী অমানুষিক নির্যাতন করে হত্যা করেছে।শুক্রবার সকালে উপজেলার শানখলা উনিয়নের সাদেকপুর গ্রামে ঘটনাটি ঘটে ।
এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জেড় ধরে ৭ মাসের অন্তস্বত্বা গৃহবধু তাহেরা খাতুন (২৪) কে শুক্রবার সকালে তার স্বামী ও শাশুরী পাষবিক নির্যাতন করলে ঘটনাস্থলেই তাহেরা মারা যায়।
এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ তাহেরার লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘাতক পাষন্ড স্বামী রাসেল মিয়াকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।