গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ জাতীয় সংসদের হুইপ মাহাবুব
আরা বেগম গিনি বলেছেন- বাঙালির হাজার বছরের ঐতিহ্য তথা শেকড়ের
ঠিকানা উঠে আসে নিজস্ব সংস্কৃতির নিরলস চর্চার মাধ্যমে।
সংস্কৃতিকে কেবল মাএ নাগরিক পরিমন্ডলে আটকে না রেখে তৃণমুল
পর্যায়ে ছড়িয়ে দেবার জন্য নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্য দিয়ে কাজ চালিয়ে
যাচ্ছে এদেশের সাংস্কৃতিক কর্মী ও সংগঠকরা।
তিনি শুক্রবার গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বন্ধু সংস্থার
উদ্দোগে শেকড়ের টানে বন্ধুদ্ধের আড্ডা ও ৫ গুনীজনকে সম্মাননা প্রদান
উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন । এসময় অর্থ মন্ত্রনালয়ের যুগ্ম
সচিব মশিউর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি রেজাউল করিমরেজা, বন্ধু
সংস্থার প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা শাহ নাইমুল ইসলাম শিল্প, মুক্তিযোদ্ধা
ইউনিট কমান্ডার মবিনুল হক জুবেল, সভাপতি আবু সালেক বুলবুল,
সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, হারুন অর রশিদ সেলিম মাকছুদার রহমান
সাহান , আমজাদ হোসেন দিপ্তী রাকিব হাসান রকিবসহ সাংস্কৃতিক
সংগঠক নেতৃবৃন্দ। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা
সংগিত পরিবেশন করেন। সবশেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।