রামগঞ্জ প্রতিনিধি : রামগঞ্জ থানার এএস আই মহসিন চৌধুরী
বৃহস্প্রতিবার রাতে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ৩ আসামীসহ মোটর
সাইকেল চোরির সিন্ডিকেটের মূল আসামী সোহাগ হোসেনকে
গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাছেল হোসেন পৌরশহরস্থ সোনাপুর গ্রামের
মোস্তফা মিয়া ছেলে, ইউসুফ আলী রতনপুর গ্রামের সহিদ মিয়ার
ছেলে,সবুজ মিয়া পূর্ব বিঘা গ্রামের ইউসুফ আলীর ছেলে, মোটর
সাইকেল চোরির সিন্ডিকেটের মূল হোতা সোহাগ হোসেন নন্দনপুর
গ্রামের আমির হোসেনের ছেলে।