ইমরান হোসাইন , জেলা প্রতিনিধি (বরগুনা):
বরগুনার বামনা গুদিঘাটা গ্রাম থেকে গত কাল খাদিজা বেগম নামে এক গৃহ বধুর জুলন্ত লাশ উদ্ধার করা হয়ছে । খাদিজার বাবা নুরুল ইসলাম দাবি করছেন তার মেয়েকে হত্যা করা হয়ছে । ২০১৪ সালে ডৌয়াতলা ইউনিয়নের গুদিঘাটা গ্রামের ফুল মিয়ার ছেলে আবু: মুসার সাথে খাদিজার বিয়ে হয়। তাদের ৮ মাসের একটি কন্যা সন্তান রয়ছে। ঘটনার সময় খাদিজার স্বামি ছিলেন ঢাকা । বামনা থানা পুলিশ জানিয়ছেন, বিয়ের পর থেকেই স্বামি -স্ত্রী মধ্য সম্পর্ক ভাল ছিল না। পারিবারিক কলহের কারনে খাদিজা আত্ব্য হত্যা করছে।