রামগঞ্জে দিনমজুর পরিবারের ৪জনকে কুপিয়ে জখম
রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার উত্তর
হাজীপুর গ্রামের দত্তের বাড়ির দিনমজুর চৌধুরী মিয়ার
পরিবারের ৪জনকে শনিবার বিকেলে কুপিয়ে জখম করছে
দুষ্কৃতিকারীরা। প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত চৌধুরী
মিয়া (৭৫),ছেলে দেলোয়ার হোসেন (৩২),পুত্রবধূ রোজিনা
বেগম (২৮),মেয়ে মিনু বেগম (২৬ )কে উদ্ধার করে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্য্র ভর্তি করে। সৃষ্ট ঘটনায় চৌধুরী মিয়ার
ছেলে আবুল বাসার বাদী হয়ে রোববার থানায় মামলা রুজু
করে।
স্থানীয় সুত্রে জানাযায়, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের
ধরে চৌধুরী মিয়ার সাথে একই বাড়ির সাখায়াত উল্যাহর
দীর্ঘ কয়েক মাস যাবত বিরোধ চলে আসছে। শনিবার
বিকেলে সাখায়াত উল্যাহ ওই সম্পত্তিতে বাগানের সুপারী
কর্তনের চেষ্টা করে। সংবাদ পেয়ে চৌধুরী মিয়া বাধা
দিলে এতে ক্ষীপ্ত হয়ে সাখায়াত উল্যাহ ভাড়াটে সন্ত্রাসীরা
চৌধুরী মিয়া সহ তার পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
করছে।
চৌধুরী মিয়া জানান, মালিকীয় সম্পত্তিতে তার
বাগানের সুপারী সাখায়াত উল্যাহ ভাড়াটে সন্ত্রাসী দিয়ে
লুটপাটের চেষ্টা করে। এ সময়ে বাধা দিলে সন্ত্রাসীরা
চৌধুরী মিয়া সহ তার পরিবারের ৮জনকে কুপিয়ে জখম
করে।
ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভ’ঁইয়া জানান,
দু’পক্ষের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। উভয় পক্ষের মধ্যে
ঘটনাটি সমঝোতার চেষ্টা করেছি।
থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তোতা মিয়া
জানান, মামলা রুজু হচ্ছে এবং অপরাধীকে আটকের চেষ্টা
চলছে।