গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়
সরকারিভাবে চাল সংগ্রহ অভিযানে কালক্ষেপন হওয়ায় অনিশ্চয়তা দেখা
দিয়েছে। জানা গেছে, সরকার খাদ্য শস্যের মূল্য নিশ্চিত করণের লক্ষ্যে ধান, চাল
সংগ্রহ অভিযান শুরু করেন। এরই ধারাবাহিকতায় এ উপজেলায় সরকারিভাবে
মিলারদের নিকট থেকে প্রতি কেজি ৩২ টাকা দরে ৬শ ৫০ মেট্রিকটন চাল
সংগ্রহ করার সিদ্ধান্ত নেয়। এদিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল জলিল
মন্ডল ও ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) হালিমুর রহমানের
হেয়ালিপনা ও কালক্ষেপনের কারণে সংগ্রহ অভিযান উদ্বোধন হওয়ার পর থেকে
গতকাল সোমবার পর্যন্ত মাত্র ২শ মে. টন চাল সংগ্রহ করা হয়েছে। এ
নিয়ে ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) হালিমুর রহমানের
সাথে কথা হলে তিনি জানান, বর্তমান খোলা বাজারে ধান, চালের মূল্য
সরকারি সংগ্রহের মূল্যের চেয়ে বেশি হওয়ায় মিলারেরা সরকারের সাথে
চুক্তিবদ্ধ হয়েও চাল দিতে অনিহা প্রকাশ করছেন। চাল না দিলে চুক্তিবদ্ধ
মিলারদের জামানত বাজেয়াপ্তসহ লাইসেন্স বাতিল করার সম্ভাবনা রয়েছে বলেও
তিনি জানান।