গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার
খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজিপাড়ায় মোস্তাফিজার রহমান (৪৬)
নামে ব্যাটারিচালিত এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মোস্তাফিজার রহমান উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক
জামালপুর গ্রামের ভ্যানচালক মফিজুল ইসলামের ছেলে।
এলাকাবাসি ও পুলিশ জানায়, রাত ৯টায় মোস্তাফিজার রহমান কয়েকজন
যাত্রী নিয়ে গাছুরবাজার থেকে ভাতগ্রামে যাচ্ছিলেন। পথে ফারাজিপাড়ায়
ভ্যানটি পৌঁছলে তাতে যাত্রীবেশী দুর্বৃত্তরা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে
আঘাত করে। এ সময় মোস্তাফিজারের চিৎকার করে উঠলে আশেপাশের
লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়র লোকজন
মোস্তাফিজারকে উদ্ধার করে সাদুল্যাপুর হাসপাতালে নেয়ার পথে তিনি
মারা যান।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন,
দুর্বৃত্তদের শনাক্ত ও তাদের আটক করতে পুলিশি অভিযান চলছে।