সাইফুল ইসলাম তালুকদার,হবিগঞ্জ থেকেঃ
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কাউড়িয়াকান্দি এলাকায় প্রায় ২শতাধিক মন
ধান নিয়ে একটি নৌকা পানির নিচে ডুবে গেছে।
এসময় নৌকায় থাকা যাত্রীরা তারা হুড়ো করে বের হতে গিয়ে ৫ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, বানিয়াচং উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের
মশ্বব আলী নামে এক ব্যক্তির ধান বোঝাই নৌকা মঙ্গলবার (২০ সেপ্টেম্বর)
সকালে মুরাদপুর থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়া হয়।
পথিমধ্যে কাউড়িয়াকান্দি এলাকায় পৌছলে প্রচন্ড ঝড়ো বাতাস শুরু হয়। এসময়
ঝড়ো বাতাসের সাথে ঘূর্ণি ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে করে নৌকায়
থাকা ধানসহ নগদ টাকা পয়সার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় স্থানীয়
লোকজন।
এদিকে, নৌকাটি ডুবে যাওয়ার পর স্থানীয় লোকজন নৌকায় থাকা যাত্রীদের উদ্ধার
করে নিয়ে আসে।