নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে যুবলীগ সভাপতির মৃত্যু
ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে
ইউনিয়ন যুবলীগ সভাপতির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে
নলছিটির গোদন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। জানাগেছে,
নলছিটির সুবিদপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. মতিউর
রহমান তালুকদার (মতি) গোদন্ডা গ্রামে আসাদ মোল্লার বাড়িতে
দুপুর ১ টার দিকে বিদ্যুতের লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত
হয়ে আহত হন। এসময় স্থানীয়রা নলছিটির সেবা ক্লিনিকে
নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য,
নিহত মতি তালুকদার ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল
ইসলাম শাহীনের বড় ভাই।