কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাকের সঙ্গে নসিমনের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ছয়জন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বটতৈল এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই আমিরুল ইসলাম জানান, ট্রাকটির সঙ্গে নসিমনের সংঘর্ষ হলে হতাহতের এই ঘটনা ঘটে। হতাহতরা সবাই নসিমনের আরোহী।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি এই পুলিশ সদস্য।
তিনি বলেন, পুলিশ আহতদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়েছে।