মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলার আত্রাই নদীতে সোঁতিজাল দিয়ে মাছ ধরা কোনভাবেই বন্ধ করতে
পারছে না প্রশাসন। নদীর পানি প্রবাহ বাধাগ্রস্থ করে সোঁতিজাল দিয়ে অবাধে মাছ শিকার করা
হচ্ছে। যার ফলে পানির গ্রোত বৃদ্ধি পাওয়ায় মালবাহী নৌযানগুলো ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে।
সেই সঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে নদী পাড়ের বসতভিটা।
সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার আত্রাই নদীর সাবগাড়ী রাবারড্যাম এলাকায় ৫টি সোঁতিজাল
রয়েছে। এগুলো ওই এলাকার ক্ষমতাসীন দলের নেতাদের মধ্যে রবি, মান্নান, দুলাল, ফারুক, রমিজুল,
সানোয়ার, কাজিম উদ্দিন সহ প্রায় অর্ধশত অসাধু অমৎস্যজীবি ব্যক্তি ওই সোঁতিজাল পেতে মাছ
শিকার করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার কয়েকজন গ্রামমবাসী বলেন, সোঁতিজাল দেয়ার কারণে
আমাদের বসতভিটা ও বাড়ি-ঘর নদীর মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। আমরা এখন কোথায় থাকব, কি করব
কিছুই ভাবতে পারছি না। ওই সোঁতিজাল উচ্ছেদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
উপজেলা মৎস্য কর্মকর্তা জহুরুল হক বলেন, টাকা পয়সা বরাদ্দ না থাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা
করা কঠিন হয়ে পড়েছে।
যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন আক্তার জানান, বেশ কয়বার উচ্ছেদ
অভিযান চালানো হয়েছে। তবুও নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। তবে এ অভিযান অব্যাহত
থাকবে।