ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়
‘আই.সি.টি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড্#৩৯; এ ভূষিত হওযায় তাকে অভিনন্দন
জানিয়ে ঝিনাইদহে আনন্দ র্যালী ও সমাবেশ করেছে ছাত্রলীগের উদ্যোগে
আনান্দ র্যালী অনুষ্টিত হয়েছে।
শহরের পায়র চত্বর থেকে এ উপলক্ষে আনন্দ র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন
সড়ক প্রদক্ষিণ করে সরকারি কেসি কলেজ চত্বরে গিয়ে সমাবেশে শেষ হয়।
উক্ত র্যালীতে অংশ গ্রহন করেন ঝিনাইদহের জেলা আওমীলীগের বিপ্লবী
সাধারণ সম্পাদক ও ঝিনাইদহের পৌর মেয়র জনাব মোঃ সাইদুল করিম
মিন্টু, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, জেলা ছাত্র-লীগের সভাপতি
মোঃ শাকিল আহাম্মেদ,জেলা ছাত্র-লীগের সাধারণ সম্পাদক মোঃ রানা হামিদ,
ঝিনাইদহের সদর থানার ছাত্র-লীগের সভাপতি আব্দুল্লাহ ইবনে আব্বাস ও
সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক রিপন, কেসি
কলেজ ছাত্রলীগের সোধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাস প্রমুখ।