মোঃ নাজিম উদ্দিন
জেলা প্রতিনিধি গাজীপুর।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর জেলায় শ্রীপুর উপজেলায়
এম.সি বাজার নামক স্থানে ট্রাক চাপায় অটো রিকশা চালক নিহত
হয়েছে। ২৩-০৯- ২০১৬ইং তারিখ শুক্রবার বেলা আনুমানিক ১ টার সময়
ময়মনসিংহগামী ট্রাক চট্টোমেট্টো-ট ০৫-০৮৪৪ রাস্তার পাশে
দাড়িয়ে থাকা অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে অটোরিকশার
চালক মোঃ রমজান আলী (৩৪) নিহত হয়। তার পরিচয় গ্রাম-
মাছিমপুর, থানা-কটিয়াদী, জেলা-কিশোরগঞ্জ। ট্রাকের চালক পালিয়ে
যেতে চেষ্টা করলে পথচারীরা তাকে ধরে হাইওয়ে থানার এস.আই মোঃ
হুমায়ুন কবিরের নিকট সোপর্দ করেন। হাইওয়ে থানার অফিসার
ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান ট্রাক চালক আটক
আছে। তার নাম মোঃ জাহাঙ্গীর আলম (৩৮), পিতাঃ মোঃ আব্দুস শুকুর
আলী, গ্রাম-পাহাড়তলী, পো-পাহাড়তলা, থানা-ডবলমুড়ী, জেলাঃ
চট্টগ্রাম। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য
কেন্দ্রে পাঠানো হয়েছে।