লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের হল রোডে ওয়ান ব্যাংকের সামনে বৃহস্পতিবার গভীর রাতে
শাহাজান ভূঁইয়ার একটি দোকান ভাংচুর করে দখলের চেষ্টা চালায় জনৈক জাহাঙ্গীর
গংরা। এ ঘটনায় ব্যবাসয়ীরা থানাকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে
শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন।
ব্যবসায়ী মোঃ শাহাজান ভূঁইয়া বলেন, ১৯৮৬ সাল থেকে জেলা পরিষদ থেকে একটি
দোকান ঘর ১৬নং দেনায়েতপুর মৌাজার ১১৫০ দাগের অন্দরে সাড়ে নয় ফুট বাই ১৫ ফুট
১৪২ বর্গ ফুট ভূমি সরকারি নিয়ম অনুযায়ী লিজ নিয়ে ভোগ দখল করে আসিতেছি।
যাহার ফরম নং ২৪৯৮। যাহা ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত ভ্যাট ও আয়কর সহ ইজাড়া ফি
পরিশোধ করা হয়েছে। চলতি বছরের পৌর কর পরিশোধ আছে। যার পৌর হোল্ডিং ১৮৫/১।
কিন্তু হঠাৎ ৩০ বছর পর জনৈক জাহাঙ্গীর গংরা বৃহস্পতিবার গভীর রাতে বহিরাগত
লোকজন নিয়ে দোকান ঘর ভেঙ্গে দখলের চেষ্টা চালায়।