ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তে শুক্রবার ভোরে বিএসএফ এর গুলিতে জসিম
উদ্দিন (২৬) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি চুয়াডাঙ্গা
জেলার সলুয়াবলদিয়া গ্রামের দাউদ মন্ডলের ছেলে।
ভারতের নদিয়া জেলার হাসখালী থানার হাজরাখালী বি,এস,এফ ক্যাম্পের কাছে তাকে হত্যা
করা হয়। ঝিনাইদহ- ৫৮ বিজিবি’র পরিচালক লে: কর্ণেল তাজুল ইসলাম তাজ এ খবর
নিশ্চিত করেছেন।
বি,জি,বি সুত্রে জানা গেছে শুক্রবার ভোর রাতে জসিমসহ কয়েকজন গরু ব্যবসায়ী ভারতে
ঢুকে গরু আনার চেষ্টা করে। এ সময় বিএসএফ তাদের ধাওয়া করে। বিজিবির ভাস্যমতে,
গরু ব্যবসায়ীরা পাল্টা আক্রমন করে ভারতের হাজরাখালী বি,এস,এফ ক্যাম্পের দুই সদস্যকে
রাম দা দিয়ে কুপিয়ে আহত করে।
পরে বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন জসিম উদ্দিন। তার লাশ ভারতের হাসখালী
থানায় রাখা হয়েছে। স্থানীয় একটি সুত্র মতে নিহত ব্যক্তির সঙ্গিরা পালিয়ে বাংলাদেশ
সীমান্তে ফিরে গ্রামবাসিকে ঘটনাটি জানায়। তবে যারা পালিয়ে প্রাণ রক্ষা করেছে
তাদের নাম ঠিকানা জানা যায়নি।
নিহত জসিম মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মৃত ইব্রাহীম মন্ডলের জামাতা।
তিনি প্রায় বাঘাডাঙ্গা গ্রামে এসে রাতযাপন করতেন। এদিকে শুক্রবার সকালেই তার লাশ
ফেরত চেয়ে বিএসএফ কতৃপক্ষকে চিঠি দিয়েছে বিজিবি।
পতাকা বৈঠকের মাধ্যমে লাশ আনার পক্রিয়া চলছে বলে ঝিনাইদহ ৫৮ বিজিবি’র
পরিচালক তাজুল ইসলাম জানান। বিজিবি সুত্র জানায়, লাশ ফেরৎ চেয়ে শুক্রবার দুপুরে
বিএসএফের কাছে চিঠি দেওয়া হলেও বিএসএফের তরফ থেকে এখনো কোন সাড়া পাওয়া
যায়নি।