ফাইদুল ইসলাম, পীরগঞ্জ (ঠাকুরগাও) থেকে : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে
বর্থপালিগাঁও পৌর এলাকার শাকিলা নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে
। সে বর্থপালিগাঁও গ্রামের আনোয়ার হোসেন মাজু সেনাবাহিনীর
স্ত্রী শুক্রবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে সে গলাই ওরনা পেচিয়ে ফাঁস
লাগিয়ে আত্মহত্যা করেছে ।এ ব্যাপারে পীরগঞ্জ থানা অফিসার ইনর্চাজ
মো:আমিরুজ্জামান জানান,আমি এ ব্যাপারে এখন পর্যন্ত কোন
অভিযোগ পাওয়া যায়নি তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন
করা হবে ।