মিষ্টার আলী মিলন, বগুড়া জেলা প্রতিনিধিঃ সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার ১ বছর পূর্তি উৎসব উদযাপিত হয়েছে। শুক্রবার বিকালে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদীচী বগুড়া জেলা সংসদের সাধারণ সম্পাদক মাহমুদুস সোবহান মিন্নু, বগুড়া থিয়েটারের সহ সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন। বক্তব্য রাখেন জোটের সহ সভাপতি আব্দুল্লাহেল কাফি তারা, আতিকুর রহমান মিঠু, মতিয়ার রহমান, আছাদ হোসেন, সহ সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক রাকিব জুয়েল, কোষাধ্যক্ষ জাহিদুর রহমান মুক্তা, দপ্তর সম্পাদক শুভ ইসলাম, প্রচার সম্পাদক এইচ আলিম, নির্বাহি সদস্য শাহনাজ পারভিন শিরি, আসাদুর রহমান খোকন, আব্দুল আউয়াল, হাকীম এমএ মজিদ মিয়া, জোটের প্রতিনিধি এবিএম জিয়াউল হক বাবলা, খলিলুর রহমান চৌধুরী, ফিরোজ হামিদ খান রেজভী, মাহবুবর রহমান মানিক, আব্দুল মোবিন জিন্নাহ, তাপসী দে, আমিনুল হক আরজু, ফরহাদুজ্জামান রনি, মোতাহার হোসেন, অলক পাল, ঈমামুল হুদা বিপ্লব, লুবনা জাহান, রুবেল মিয়া, কলেজ থিয়েটারের তপন কুমার পাটোয়ারী, সিজুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জোট গত এক বছরে আশাব্যঞ্জক কাজ করেছে। সংস্কৃতি কর্মীদের অধিকার আদায়ে এবং দেশের সার্বিক পরিস্থিতির মধ্যে অবিচল থেকে কাজ করে যাওয়ায় প্রতিনিধিবৃন্দরা ধন্যবাদ জ্ঞাপন করেন। বক্তারা আরো বলেন, ঐতিহ্যবাহি নবাববাড়ি সরকারিভাবে সংরক্ষণে জোর আন্দোলন গড়ে তোলা, বগুড়াকে সার্ক সিটি ঘোষণার দাবী উত্তোলন সহ বেশ কিছু কাজ করে বর্তমান কমিটি গতিশীলতার স্বাক্ষর রেখেছে। বিভিন্ন কাজে সহযোগিতার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দদেরও ধন্যবাদ জানায় এবং আগামীদিনের কর্মসূচিতে সকলের সহযোগিতা কামনা করেন কার্যনির্বাহী কমিটি।