ঝালকাঠি সংবাদদাতাঃ-কাশঁফোটা শরতের মাঝে ঘনিয়ে আসছে
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা।
শরতকালে হয় বলেই একে শারদীয় বলা হয়। এ উপলক্ষে ঝালকাঠি জেলায়
১৭০টি পূজা মন্ডপে কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে প্রতিমা তৈরীর
শিল্পীরা। এ জন্য দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রনালয়
থেকে সাড়ে ৮৫ মে.টন চাল রাদ্দ দিয়েছে। জেলা পূজা উদযাপন
পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কুমার কর্মকার জানান, আগামী
২০ আশ্বিন বাংলা/ ৫ অক্টোবর ইংরেজি থেকে শুরু হবে শারদীয় এ
দূর্গা উৎসব। ঝালকাঠি পৌরসভার ১১ টিসহ সদর উপজেলায় ৭১
টি, নলছিটি পৌরসভার ৩ টিসহ উপজেলায় ২২ টি, রাজাপুর
উপজেলায় ২২ টি, কাঁঠালিয়া উপজেলায় ৫৫ টি পূজা মন্ডপ
রয়েছে। প্রতিটা মন্ডপের আয়োজন অনুযায়ি সর্ব নিম্ন ২০
হাজার থেকে ৫০ হাজার টাকা পারিশ্রমিকে প্রতিমা তৈরির
শিল্পিরা কাজ করছেন। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং স্ব-স্ব
উপজেলা প্রশাসন সার্বিক তদারকি করছেন। রাজনৈতিক
পরিস্থিতিও সহাবস্থানে থাকায় কোন অপ্রীতিকর ঘটনার
সম্ভাবনা নেই বলে জানান তিনি। ঝালকাঠি পুলিশ সুপার সুভাষ
চন্দ্র সাহা জানান, ঝালকাঠিতে দূর্গা পূঁজা উপলক্ষে
আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই সতর্ক থাকবে। যাতে কোনভাবে
অপ্রীতিকর কোন ঘটনা ঘটতে না পারে।