নুরুল আলম ডাকুয়া, গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের ডোমের হাট স্থানে গ্রামীণ ফোনের টাওয়ার বজ্রপাতে পুড়ে ভষ্মিভূত হয়েছে।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় গুড়ি-গুড়ি বৃষ্টি পড়ার সময় বজ্রপাতে কারণে সোলার চালিত গ্রামীণ ফোনের টাওয়ারের জেনারেটরে আগুন ধরে। এতে আগুনের সুউচ্চ শিখা চতুরদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন আগুনের কাছে যেতে পাছিলেন না ফলে এলাকা বাসী মোবাইল ফোনে গাইবান্ধা জেলা ফায়ার সার্ভিসকে খবর দিলে গাইবান্ধা জেলা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রেনে আনে ।
পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে স্থানীয়দের সহায়তায় প্রায় ঘন্টা খানিক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সম হয়। এতে গ্রামীণ ফোন টাওয়ারের একটি জেনারেটরসহ বেশ কিছু সরঞ্জামাদি পুড়ে ভষ্মিভূত হয়।
যার কারণে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক সমস্যা দেখা দিয়েছে। গ্রামীণ ফোনের গ্রাহকরা টাওয়ারটির দ্রুত সংস্কার দাবি করেছেন।
সুন্দরগঞ্জে বৈঠক কালে ৫ নাশকতা মামলার আসামী গ্রেপ্তার
নুরুল আলম ডাকুয়া, গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ নাশকতার মামলার আসামী মামলানা খন্দকার আশরাফ আলীকে গ্রেপ্তার করেছে।
থানা সুত্রে জানা যায়, শনিবার দুপুরে মাওলানা আশরাফ আলী খামার পাঁচগাছী দাখিল মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকায় বৈঠক করছিলেন। এসময় গোপন সংবাদ ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ- ইসরাইল হোসেন ও এএসআই মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে ৫টি নাশকতা মামলায় বিজ্ঞ আদালত গ্রেপ্তারী পরোয়ানা জারী করেছেন। গ্রেপ্তারকৃত আশরাফ আলী ঐ মাদ্রাসার সহকারী শিক্ষক ও খামার পাঁচগাছী গ্রামের মৃত খন্দকার আইয়ুব আলীর ছেলে বলে জানা গেছে।