তথ্য অধিদফতরে ডিজিটাল হাজিরা দেওয়া শুরু হয়েছে শনিবার থেকে। প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ হাজিরা পদ্ধতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
তথ্য অধিদফতরে ডিজিটাল হাজিরা পদ্ধতি প্রবর্তনের জন্য অধিদফতরের তৃতীয় তলায় সম্মেলন কক্ষের সামনে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন করা হয়েছে।
এ উদ্দেশ্যে ইতোমধ্যে এ অধিদফতরের সকল গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীর ফিঙ্গার প্রিন্ট গ্রহণ করা হয়েছে।
শনিবার থেকে সকল কর্মকর্তা ও কর্মচারীর আগমন ও প্রস্থানের সময় এ মেশিনে আবশ্যিকভাবে হাজিরা দেওয়া শুরু হয়।