হেলাল শেখ-ঢাকাঃ
এক নারীকে উত্ত্যক্ত করার করার অপরাধে আলমগীর হোসেন (২৫),নামে এক যুবককে এক বছরের কারাদন্ডাদেশ
দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে কেরানীগঞ্জ সার্কেল সহকারী কমিশনার
(ভুমি)পারভেজুর রহমান এ ভ্রাম্যমান আদারত পরিচালনা করেন। এরপর তাকে এক বছরের কারাদন্ডাদেশ দেয়া হয়।
পারভেজ রহমান জানান, কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব চড়াইল এলাকায় এক সুন্দরী নারী (১৬),কে উত্ত্যক্ত করে
আলমগীর। এই অভিযোগ পেয়ে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। আলমগীর তার অপরাধ
স্বীকার করায় তাকে এক বছরের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।