পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় উপজেলার ৭
নং রাড়ুলী দক্ষিণপাড়া পল্লী সমাজকে আপগ্রেড পল্লী সমাজ ও বাল্যবিবাহ মুক্ত
ঘোষনা করা হয়েছে। সোমবার সকালে এ লক্ষে দলনেত্রী ঝর্ণা রানীর সভাপতিত্বে
অভিভাবক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুল মজিদ
গোলদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবদাশ রায়, শিক্ষক ইতি দাশ,
সমাজসেবক আনন্দ মোহন বৈরাগী, বিমল দাশ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন
কর্মসূচির জেলা ব্যবস্থাপক হারুন-অর- রশিদ ও ফিল্ড অর্গানাইজার রহিমা খাতুন।