মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের বাগাতিপাড়ায় এক কেজি গাঁজাসহ রিংকু সরকার (৩০) নামের এক ব্যক্তিকে
আটক করেছে পুলিশ। রিংকু উপজেলার চকহরিরামপুর গ্রামের মোকছেদ সরকারের ছেলে।
পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ
অভিযান চালিয়ে তমালতলা এলাকা থেকে রিংকুকে আটক করে বাগাতিপাড়া মডেল থানা
পুলিশ। এসআই লেবু মিয়ার নেতৃত্বে চলা এ অভিযানের সময় রিংকু’র কাছ থেকে এক
কেজি গাঁজাও উদ্ধার করা হয়।
বাগাতিপাড়া থানার এস আই লেবু মিয়া জানান, রিংকুর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে
মামলা হয়েছে এবং সোমবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।