গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী
ইউনিয়নের বুজরু টেংরা গ্রামে রোববার রাত সাড়ে ৯টায় বিদ্যুৎ স্পৃর্শে
আকিনুর রহমান (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের
আলমগীর হোসেনের ছেলে।
এলাকাবাসি জানা যায়, রোববার সন্ধ্যার সময় বাড়ীতে আকিনুর বিদ্যুতের
লাইন ঠিক করছিল। এসময় বাড়ীতে বিদ্যুৎ ছিল না। কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ
আসলে সে ঘটনাস্থলেই বিদ্যুৎ স্পৃর্শ হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয়
লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করার পর সে মারা
যায়