গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ সনাতন হিন্দু সম্প্রদায়ের
সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
ষষ্ঠী তিথিতে দেবী দুর্গার বোধন ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে ৫
দিনব্যাপী দুর্গোৎসব। প্রতিমায় দেবীর মূল অবয়ব গড়ে তোলা হয়েছে।
প্রতিমায় মাটির প্রলেপ দেয়াও শেষ। চলছে রং তুলির কাজ। শিল্পীর তুলির
আঁচরে মুর্ত হয়ে উঠছে দেবীর রূপ। ফলে এখন দম ফেলার ফুসরত নেই মৃৎ
শিল্পীদের।
উলেখ্য, এ বছর গাইবান্ধা জেলার সাতটি উপজেলায় ৫৫৫টি মন্দির ও মন্ডপে
দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জেলা পূজা উদযাপন পরিষদ সুত্রে জানা
গেছে। এরমধ্যে সদর উপজেলায় ৮৩, ফুলছড়িতে ১২, সুন্দরগঞ্জে ১২৭,
সাদুল্যাপুরে ৭৬, পলাশবাড়িতে ৬৩, গোবিন্দগঞ্জে ১১৫ এবং সাঘাটায়
৫৯টি দুর্গাপুজা অনুষ্ঠিত হবে।