ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের হামলায় আহত
হয়েছেন ৩ জন।
রবিবার রাতে মহেশপুর উপজেলায় বাশবাড়িয়া ইউনিয়নে গাড়াপোতা
গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলায় আহতরা হলেন, গাড়াপোতা
গ্রামে আলাউদ্দিনের ছেলে নাসির উদ্দিন,(৪০)আঃ কুদ্দুসের ছেলে
মহসিন(৩৩) মিজানুর রহমানের ছেলে সাদ্দাম।
আহতদের কে উদ্ধার করে ভৈরবা পুলিশ ফাড়ির সহযোগিতায় মহেশপুর উপজেলা
স¦াস্থ্য কমপ্রেক্ধেসঢ়;্র ভর্তি করা হয় ।
বাশবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নওসের মল্লিক সাংবাদিককে
জানান, গাড়াপোতা গ্রামে মারামারি হয়েছে আমি শুনেছি । প্রতিপক্ষের
লোকজনের হাতে আমাদের লোক জন মার খেয়েছে।
বাাশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিককে বলেন, ঘটনা সম্পর্কে
আমি কিছুই জানিনা। আমি অসুস্ত ছিলাম। ভৈরবা পুলিশ ফাড়ির
আইসি সাংবাদিককে জানান, আমরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার
করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। বর্তমানে এলাকায়
পরিস্থিতি শান্ত। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।