এরশাদ আলম, নীলফামারী বিশেষ প্রতিনিধি :
নীলফামারীর জলঢাকায় অস্থায়ী কার্যালয়ে রির্পোটার্স ইউনিটি’র
আলোচনা অনুষ্ঠিত। সন্ধা ৬.৩০ মিনিটে সোমবার প্রথম মতবিনিময় ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় নবগঠিত
রিপোর্টার্র্স ইউনিটি’র সভাপতি বক্তব্য দেন মিত্যুঞ্জয় রায় তিনি বলেন,
আমরা সাংবাদিকরা কলম সৈনিক দেশের ও জাতির জন্য অসহায় মাটি ও
মানুষের জন্য এবং সকলের কল্যাণের জন্য রিপোর্ট লিখব যাতে করে আমাদের
মাধ্যমে অনেকের উপকার হয়। আবার দেশের কল্যাণের জন্য শান্তি বয়ে আসুক
আমাদের লিখুনি দিয়ে। রির্পোটার্স ইউনিটি’র সহ-সাধারণ সম্পাদক
শাহাজাহান কবির লেলিন তিনিও সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন রিপোর্ট
অর্থ হচ্ছে লিখুনি আর ইউনিটি অর্থ হচ্ছে সবাই মিলেমিশে একত্রে
থাকা একে বলে ইউনিটি আমাদের ইউনিটির সদস্য বৃন্দদের কোথায়ও যদি
কখনো সমস্যার মধ্যে পড়ে তাহলে আমরা সহযোগিতা করব। এ সময়
উপস্থিত ছিলেন বাদশা শাহাজাহান সাধারণ সম্পাদক, মোশফেকুর জামান
চৌধুরী মিথুল যুগ্ন সাধারণ সম্পাদক, বজলুর রশিদ অর্থ সাধারণ
সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ছারোয়ার হোসেন বাদশা, দপ্তর সম্পাদক
শফিকুল ইসলাম শফি, প্রশিক্ষণ ও গবেষনা সম্পাদক মাইদুল হাসান, প্রচার ও
প্রকাশনা সম্পাদক মাহাবুব নোমান, ক্রিয়া সম্পাদক রাশেদুজ্জামান সুমন,
সাংস্কৃতিক সম্পাদক কৃষ্ণ চন্দ্র রায়, আপ্যায়ন সম্পাদক এন.আই.মানিক,
কল্যাণ সম্পাদক হাসানুর সিদ্দিকি, কার্যনির্বাহী সদস্য মানিক লাল দত্ত,
কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ, কার্যনির্বাহী সদস্য জাহিনুর
ইসলাম জীবন, কার্যনির্বাহী সদস্য এরশাদ আলম, কার্যনির্বাহী সদস্য
সীমান্ত রায় , কার্যনির্বাহী সদস্য ফরহাত প্রমুখ।