গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ গাইবান্ধার একমাত্র ভারিশিল্প
কারখানা মহিমাগঞ্জের রংপুর চিনিকলের ইক্ষু খামারের জমি অবৈধভাবে দখল
করে স্থাপিত সন্ত্রাসী আস্তানা উচ্ছেদে প্রশাসনের নিরব ভূমিকার
প্রতিবাদে মঙ্গলবার মহিমাগঞ্জে স্বতঃস্ফূর্ত অর্ধদিবস হরতাল পালিত হয়।
চিনিকলের আখচাষী, শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এবং স্থানীয় আওয়ামী
লীগ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে এ হরতাল আহবান করে।
হরতাল চলাকালে সকল দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
রেখে সর্বস্তরের মানুষ মিছিল-মিটিংয়ে যোগ দেন। হরতাল চলাকালে সকাল
সাতটায় বোনারপাড়া থেকে সান্তাহারগামী ৪৯২ নং ডাউন কলেজ
ট্রেনটি মহিমাগঞ্জ স্টেশনে পৌঁছুলে হরতালকারীরা লাইনের উপর শুয়ে পড়ে
সেটি অবরোধ করে রাখে। বোনারপাড়া রেলওয়ে থানার ওসির নেতৃত্বে একদল
রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসেও অবরোধ তুলতে ব্যর্থ
হয়। এরপর গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ অতিরিক্ত পুলিশ নিয়ে
এসেও রেলপথ অবরোধ তুলতে গেলেও বিক্ষুব্ধ জনগনের রোষানলে পড়েন। পরে বেলা
১০টায় গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহম্ধসঢ়;দ আলী
প্রশাসনের পক্ষ থেকে খুব দ্রুততম সময়ের মধ্যে সৃষ্ট সমস্যার সমাধানে
যৌথ বাহিনীর সমন্বয়ে অভিযান চালানোর ঘোষণা দিলে ৩ ঘন্টা পর রেলপথের
অবরোধ তুলে নেন হরতালকারীরা।
হরতাল শেষে মহিমাগঞ্জ রংপুর চিনিকল প্রধান ফটকে এক সমাবেশ রংপুর
চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল
মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
মো. আনোয়ারুল ইসলাম প্রধান, আওয়ামীলীগ নেতা আব্দুল ওয়াহেদ
বিএসসি, জামিল আহমেদ, খন্দকার হামিদুল ইসলাম, আতিকুর রহমান,
আখচাষী সমিতির সভাপতি জিন্নাত আলী প্রধান, প্রভাষক আবু তাহের,
এমএ জাহিদ, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক
মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সভাপতি আব্দুস ছালাম, সহ-সম্পাদক
ফারুক হোসেন ফটু প্রমূখ।
বক্তারা বলেন, চলতি আখ রোপণ মৌসুম শুরু হলেও সন্ত্রাসীদের অব্যাহত হুমকির
মুখে এখন পর্যন্ত চিনিকলের নিজস্ব খামারে রোপণ কার্যক্রম শুরু করা
যায়নি। এছাড়া খামারে স্থাপিত পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যদের সামনেই
বারবার সশস্ত্র সন্ত্রাসী হামলা করে ব্যপক ক্ষতিসাধন করলেও তাদের বরাবরের মতই
নিশ্চুপ থাকা রহস্যজনক। বারবার আশ্বাস দিয়েও প্রশাসন সাহেবগঞ্জ ইক্ষু
খামারের জমি উদ্ধারে কোনরূপ পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করা হয়।