ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠান
থেকে জরিমানা আদায় করেছে। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শৈলকুপা উপজেলা ভূমি অফিসের
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমী মজুমদার।
জানা যায়, ভোক্তা অধিকার লঙ্ঘন আইনে উপজেলার লাঙ্গলবাধ প্রাইভেট
হাসপাতালের মালিক আব্দুর রশিদকে ২০ হাজার ও ভাই ভাই বিস্কুট ফ্যাক্টরীর
মালিককে ৫ হাজার মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার
ইজাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী ইন্সপেক্টর
ওয়াহিদুজ্জামান মিঞা ও শৈলকুপা থানার এস,আই কামাল হোসেন।
ঝিনাইদহে সমাজ সেবা কর্মকর্তা ও স্থানীয় সরকার