মোঃ রুহুল আমীন, আত্রাই নওগাঁ প্রতিনিধি।
নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে মেঘা (৪) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মেঘা সাহেবগঞ্জ পুর্বপাড়া
(হেলিপ্যাড রোড়) গ্রামের পাথাইলঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনিরুল ইসলাম ও
মা পার-গুড়নই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাকসুদা বানুর একমাত্র মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত মেঘা আজ সকালে মায়ের সাথে পারগুড়নই সরকারি প্রাথমিক
বিদ্যালয়ে যায়। বিদ্যালয়ে অবস্থানকালের এক পর্যায়ে মেঘাকে তার মা দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে
পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে স্কুলের পার্শ্বে পুকুরে পানিতে মেঘা কে
দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত
ঘোষনা করেন।
পিতা মাতার ও স্বজনদের আহাজারি এলাকায় শোকেরর ছায়া নেমে এসেছে।