মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলার ৬টি ইউনিয়ন সহ পৌরসভা এলাকায় এবারে
সনাতন ধর্মাবলম্বিদের সর্ববৃহৎ ধর্মানুষ্ঠান শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত
হবে ৩৩টি পূজা মন্ডপে।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ ও সাধারণ
সম্পাদক বিমল চন্দ্র কুন্ডু জানান- একমাত্র গুরুদাসপুর পৌর এলাকায়
গুরুদাসপুর কর্মকারপাড়ার মা আনন্দময়ী কালিমন্দির, কর্মকারপাড়া দূর্গা
মন্দির, গুরুদাসপুর বাজার বারোয়ারী দূর্গা মন্দির, উত্তর নাড়িবাড়ি দূর্গা
মন্দির, গুরুদাসপুর বাজার বিবর্তন গৌষ্ঠী, কর্মকারপাড়ার কর্মকার সংঘ
দূর্গা মন্দির, চাঁচকৈড় হরিবাসর দূর্গা মন্দির, কাচারিপাড়া দূর্গা
মন্দির, শ্রীকৃষ্ণ চৈতন্য যুব সংঘ্য দূর্গা মন্দির, শান্তি ভারতী দূর্গা মন্দির,
রাজ রাজেস্বরী নাট মন্দির ও বহুসংঘ দূর্গা মন্দির সহ ১২টি পূজা মন্ডপ
ছাড়াও নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ী সার্বজনীন দূর্গা মন্দির (শিব
মন্দির), বারোয়ারী কালিবাড়ি দূর্গা মন্দির, শাহাপাড়া দূর্গা মন্দির, ব্রী
গরিলা দূর্গা মন্দির, চন্দ্রপুর ঠাকুরপাড়া দূর্গা মন্দির, চন্দ্রপুর উত্তরপাড়া
দূর্গা মন্দির ও দুধগাড়ী ঘোষপড়া পুরাতন দূর্গা মন্দির, দুধগাড়ী
সুত্রধরপাড়া দূর্গা মন্দির ও দুধগাড়ী সুত্রধরপাড়া জাগরনী যুব সংঘ সহ ৯টি,
বিয়াঘাট ইউনিয়নে হামলাইকোল দূর্গা মন্দির ও কুমারখালী দূর্গা মন্দির
সহ ২টি, মশিন্দা ইউনিয়নে কালিনগর মনিন্দ্রনাথ দূর্গা মন্দির, কালিনগর
কালিবাড়ী দূর্গা মন্দির, শিকারপুর দূর্গা মন্দির, রাণীগ্রাম দাসপাড়া
দূর্গা মন্দির, কাছিকাটা বাজার শিব দূর্গা মন্দির ও কাছিকাটা বাজার
দূর্গা মন্দির সহ ৬টি, ধারাবারিষা ইউনিয়নে শিধুলী মধ্যপাড়া দূর্গা
মন্দির ও পাটপাড়া দূর্গা মন্দির সহ ২টি এবং চাপিলা ইউনিয়নে
খামারপাথুরিয়া আদিবাসীপাড়া দূর্গা মন্দির ও ধানুড়া ঘোষপাড়া দূর্গা
মন্দির সহ মোট ৩৩ টি পূজা মন্ডপে মহা ধুমধামে শারদীয় দূর্গোৎসব
অনুষ্ঠিত হবে। তবে উপজেলার খুবজীপুর ইউনিয়নে শারদীয় দূর্গোৎসব নেই
বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ।
ইতিমধ্যে উপজেলার সকল পূজা মন্ডপে সুষ্ঠুভাবে শারদীয় দূর্গোৎসব পালনের
জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও আইন শৃংখলা
বাহিনী তৎপর হয়ে উঠেছে। তবে এ পর্যন্ত কোন মন্ডপকে ঝুঁকিপূর্ণ
হিসেবে চিহ্নিত করা হয়নি।