ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ.স.ম
হান্নান শাহ মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসভা ও
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ শোকসভা অনুষ্ঠিত
হয়। সভায় পৌর বিএনপির সভাপতি জিন্নতুল হক খাঁনের সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদ
চেয়ারম্যান এ্যাড. এম এ মজিদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল
হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমানসহ বিএনপি,
অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী।
শোকসভা এ্যাড. এম এ মজিদ বলেন, বিএনপি’র দূরদিনের কান্ডারি,
সাহসীব্যাক্তিত্ব হান্নান শাহকে আমরা হারালাম। যা পুরন হবার নয়। আমরা
তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সামনের দিকে এগিয়ে যাব। শোকসভা শেষে
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
সাংবাদিক জাহিদুর রহমান