হেলাল শেখ-ঢাকা ঃ
দুর্বৃত্তের হাতে এক মেধাবী কলেজ ছাত্রী খুন হয়েছেন। জানা গেছে, মানিকগঞ্জ শহরের দাশরা এলাকায়
সুপ্রিয়া সরকার (২২), নামে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে ও শ্বাসরোদ্ধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত সুপ্রিয়া, মানিকগঞ্জ পৌরসভা এলাকার পূর্বদাশরার শ্রী দিপঙ্কর সরকারের স্ত্রী । এ
হত্যাকান্ডের পর সুপ্রিয়ার লাশ দেখে স্থানীয়রা পুলিশকে জানালে। পুলিশ লাশটি উদ্ধার করে থানায়
নিয়ে আসেন। স্থানীয়রা অনেকেই ধারণা করছেন,এ হত্যা রহস্য প্রেম ভালোবাসা জনিত কারণ এবং
পারিবারিক বিবাদও হতে পারে।
বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আমিনুর রহমানের কাছে জানতে
চাইলে তিনি বলেন, সুপ্রিয়া হত্যাকান্ডের বিষয়টি পারিবারিক হতে পারে। এ ব্যাপারে থানায় একটি
হত্যা মামলার প্রস্তুতি চলছে।