গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ গাইবান্ধা সদর উপজেলার
দাড়িয়াপুর বাজারের বাসা থেকে রিমি আকতার (১৭) নামে এক কলেজছাত্রীর
ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ওই লাশটি উদ্ধার করা হয়। রিমি
পার্শ্ববর্তী খোলাহাটি ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের ব্যবসায়ী রেজাউল
করিমের মেয়ে। রিমি দাড়িয়াপুর হাজি ওসমান গণি ডিগ্রি কলেজের
একাদশ শ্রেণির ছাত্রী। বুধবার সন্ধ্যায় ঘরের ধর্নার সাথে গলায় ওড়না
পেঁচানো অবস্থায় রিমির ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। তারা
থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধারে করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা
আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
এলাকাবাসি জানায়, রিমির সাথে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের
সোনারপাড়া গ্রামের জনৈক মোজাম্মেল হকের ছেলে মাহমুদুল হাসান
রাজিবের প্রেমের স¤পর্ক ছিল। রাজিব গত দেড় বছর ধরে বাংলাদেশ
সেনাবাহিনীতে যশোর ক্যান্টনমেন্টে কর্মরত। বুধবার বিকেলে রাজিবের
সাথে রিমি মোবাইল ফোনে কথা বলেন। এ সময় রাজিব তাকে বিয়ে করতে
অস্বীকৃতি জানায় বলে পারিবারিক সুত্রে জানা গেছে।