গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ আসন্ন এসএসসি ফরম ফরণে
বোর্ড নির্ধারিত ফি এর বাইরে অতিরিক্ত ফি নেয়া বন্ধ ও সৃজনশীল প্রশ্ন
৬টি এবং ৪০টি নৈব্যক্তিক প্রশ্ন বহাল রাখার দাবিতে বৃহস্পতিবার
গাইবান্ধা জেলা শহরের ১নং ট্রাফিক মোড়ে এক মানববন্ধন কর্মসূচী পালন
করে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধনের
আয়োজন করে।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার সভাপতি শামীম আরা
মিনার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ নারী মুক্তি
কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী,
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক পরমান্দ দাস,
সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম মিলন, এসএসসি পরীক্ষার্থী
জুলফিকার আলী, আল আমিন, ঝলক মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, হাইকোর্টের রায় অস্থায়ী বোর্ড নির্ধারিত ফি এর বাইরে
অতিরিক্ত ফি নেয়া বন্ধ, প্রশ্নপত্রে পূর্বের নিয়ম বহাল এবং শিক্ষাক্ষেত্রে ব্যয়
বৃদ্ধি অনিয়ম-দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।