প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী মধ্যবাসুদেবপুর এলাকা থেকে
ভারতীয় ফেন্সিডিল, রুপি ও টাকাসহ লোকমান হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে
গত বুধবার সন্ধ্যায় আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। আটক
লোকমান হোসেন উপজেলার সীমান্তবর্তী মধ্যবাসুদেবপুর এলাকার মৃত ইলিয়াছ
মিয়ার ছেলে।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মো. হাসান আরাফাত বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র্যাবের একটি দল সীমান্তবর্তী
মধ্যবাসুদেবপুর গ্রামের আটক লোকমান হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে
৫০০ বোতল ফেন্সিডিল, ৪০ বোতল বিদেশি মদ, ১ লাখ ১০হাজার ৫৬০ বাংলাদেশি
টাকা ও ভারতীয় ১ হাজার ১৬০ রুপি উদ্ধারসহ লোকমান হোসেনকে আটক করা
হয়। এ ব্যাপারে লোকমান হোসেনকে থানায় সোপর্দসহ তার বিরুদ্ধে একটি
মামলা দায়ের করা হয়েছে।