হেলাল শেখ ঃ-ঢাকা ঃ
বাংলাদেশের প্রান কেন্দ্র ঢাকায়-৬৪ জেলা ও উপজেলার মানুষ প্রায় প্রতিদিন বিভিন্নভাবে
কর্মমুখী হয়ে গ্রাম থেকে শহরে আসে।
তথ্যে জানা গেছে, ঢাকা বিভাগে জেলা বাড়েনি কিন্তু থানার পুলিশ ফাঁড়ি বাড়ছে।
ইউনিয়নের সংখ্যা ১২৩৪ টি এবং ১৬৯০০টি মৌজায় বিশেষ করে অনেক দর্শনীয় স্থান রয়েছে,
এর মধ্যে লালবাগের কেল্লা, পরীবিবি মাজার, সাত গম্বুজ মসজিদ, বড় কাটরা, হোসনী দালান,
তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, জাদুঘর, শিশুপার্ক,“সংসদ ভবন” বায়তুল মোকারম মসজিদ,
কমলাপুর রেলওয়ে স্টেশন, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, সেনারগাঁও লোক শিল্প
জাদুঘর, আহসান মঞ্জিল, মিরপুর চিড়িয়াখানা, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর-এখন হজরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়েছে।
বিশেষ ঢাকা বিভাগে জেলা এগুলো মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ,মুন্সীগঞ্জ, নরসিংদী,
গাজীপুর,মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী,ও মানিকগঞ্জ। এসব জেলাসহ
দেশের প্রতিটি জেলায় প্রতি বছরে হাজার হাজার ছাত্র/ছাত্রী লেখা পড়া শেস করে বেকার হয়ে
চাকরি পেতে রাজধানী ঢাকায় আসে। সরকারি চাকরি না পেলে,বে-সরকারি চাকরির খোঁজে
আর যদি সে চাকরিও না পায় তখন রিক্সা চালায়, রাজমিস্ত্রীর কাজ করে জীবনযাপন করেন। উক্ত
তথ্যগুলো কমপিউটার বিসিএস প্রিলিমিনারী থেকে পাওয়া গেছে। বর্তমানে বাংলাদেশে লাখ
লাখ মানুষ বেকার। অনেক মানুষ ঢাকাসহ দেশের শিল্প এলাকায় চাকরি নিতে আসছে। সুন্দরী
মেয়েদের চাকরি দেওয়া হলেও অন্য মেয়েদের ও ছেলেদের চাকরি না দেওয়ার কারণে অনেকেই
অভিযোগ করেন, সরকার পাসের হার বৃদ্ধি করলেও ছেলে মেয়েদের তুলনামূলক ভাবে চাকরি না
দেয়ার অভিযোগ উঠেছে জনমনে। তবে বর্তমান সরকারকে ধন্যবাদ জাননো দরকার, কারণ দেশের
রাস্তাঘাটসহ বেশকিছু উন্নয়ন হয়েছে এবং ১০ টাকা হারে সারা দেশে সরকারিভাবে চাল
বিতরন করায় সাধারণ মানুষ সরকারকে ধন্যবাদ জানিয়ে মতপ্রকাশ করছে। উক্ত ব্যাপারে
ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হবে।