একে.এম নাজিম, হাটহাাজরীঃ হাটহাজারী উপজেলার শেরেবাংলা
মাজারস্থ এলাকা থেকে একটি অস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ মোঃ
নুরুমুহাম্মদ (৩৫) প্রকাশ (ডাকাত কালা মাহামুদ) নামে জনকে
আটক করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। বুধবার (২৮
সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে তাকে আটক করা হয়। তার
বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয় মামলা নং ৩৬
(২৯.০৯.২০১৬)
পুলিশ জানায়, উপজেলার শেরেবাংলা মাজারস্থ এলাকা থেকে
হাটহাজারী মডেল থানা পুলিশের এস.আই আনিছ আল মাহামুদ, এ
এস আই আবদুল মজিদ এ এস আই আনোয়ার সংগীয় ফোর্স
নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নুর মুহাম্মদ কে একটি অস্ত্র ও ৫
রাউন্ড গুলিসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে এবং তাকে
জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানায়। হাটহাজারী সার্কেলের
সিনিয়র সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান ও থানার ওসি বেলাল উদ্দীন
জাহাংগীর রাতেই ঘটনাাস্থল পরিদর্শন করেছেন। তাকে কোর্টে
প্রেরণ করা হয় বলে পুলিশ জানায়।